** যে সকল পরীক্ষার্থী পুন:নিরীক্ষণের জন্য আবেদন করবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের ৩১৪ নং রুম থেকে পুন:নিরীক্ষণের ফরম সংগ্রহ করবে এবং অনলাইন থেকে ব্যাংকে টাকা জমা দেয়ার রশিদ সংগ্রহ করে সোনালী ব্যাংকের যে কোন শাখায় পুন:নিরীক্ষণের টাকা জমা দিবে। পরবর্তীতে পুন:নিরীক্ষণের আবেদন ফরম ও ব্যাংকে টাকা জমা দেয়ার রশিদসহ ৩১৪ নং রুমে জমা দিবে।
** সাময়িক সার্টিফিকেট ও র্মাকশিট উত্তোলনের ক্ষেত্রে অনলাইন থেকে টাকা জমা দেওয়ার রশিদ সংগ্রহর্পূবক মাকশীট ও সার্টিফিকেট ফি সোনালী ব্যাংকের যে কোন শাখায় ফি জমা দিবে। পরবর্তীতে রশিদের অংশসহ কলেজে গিয়ে রশিদ প্রদর্শনপূবক সার্টিফিকেট ও মার্কশিট কলেজ হতে সংগ্রহ করবে।